প্রতীক নিয়ে বিভ্রান্তি নয় জাতীয় পার্টির স্পষ্ট ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ বিকাল
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দলের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে কোনো বিভ্রান্তির সুযোগ থাকবে না। রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রেজাউল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে দল থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি একটি কাউন্সিলের আভাস দিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধন ও প্রতীকের দাবি তোলেন। কিন্তু তিনি স্পষ্ট করে বলেন, ওই কাউন্সিল কোনোভাবে বৈধ নয়, এটি না চেয়ারম্যান অনুমোদিত এবং না প্রেসিডিয়াম থেকে অনুমোদিত। তাই সেটিকে দল স্বীকৃতি দেয় না।
তিনি আরও জানান, বিষয়টি অফিসিয়ালি নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানানো হয়েছে এবং কমিশন তাদের দরখাস্ত গ্রহণ করেছে। নির্বাচন কমিশন আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও রেজাউল ইসলাম জানিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি দলের একতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে সকলকে ধৈর্য ও আইনগত প্রক্রিয়ার প্রতি সম্মান বজায় রাখতে আহ্বান জানান।