জরিপভিত্তিক মনোনয়ন নিয়ে বিএনপিতে অসন্তোষ
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ দুপুর
বিএনপির লোগো | সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ে নতুন একটি পদ্ধতি গ্রহণ করেছে, যা দলের তৃণমূলের নেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে। দলের গঠনতন্ত্রকে উপেক্ষা করে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পরিচালিত জরিপের মাধ্যমে এই মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এতে জেলা পর্যায়ের নেতারা উদ্বেগ প্রকাশ করে বলছেন, অতীতেও এই ধরনের জরিপভিত্তিক মনোনয়ন বিতর্ক তৈরি করেছিল। তাদের আশঙ্কা, যদি তৃণমূলের মতামতকে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে অভ্যন্তরীণ কোন্দল বাড়বে এবং নির্বাচনের আগেই দল দুর্বল হয়ে পড়বে।
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, সংসদীয় বোর্ডকে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, থানা বা জেলা কমিটির দেওয়া প্যানেল থেকে চূড়ান্ত প্রার্থী মনোনীত করতে হয়। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ধারা ৯০বি (৪)-তেও সংসদীয় প্রার্থীর মনোনয়নে তৃণমূলের অংশগ্রহণ বাধ্যতামূলক। কিন্তু স্থানীয় নেতাদের অভিযোগ, এই নিয়মগুলো মানা হচ্ছে না। অনেক তৃণমূল নেতা বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে এই জরিপ চলছে, এবং এই প্রক্রিয়ার বিষয়ে তারা অন্ধকারে আছেন। মানিকগঞ্জ-৩ আসন থেকে মনোনয়নপ্রার্থী এসএ জিন্নাহ কবির জানান, আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতারা মতামত জানাতে পারতেন, কিন্তু এখন সেই সুযোগ নেই। কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী জাকির হোসেন সরকার সতর্ক করে বলেন, যদি 'হাইব্রিড' বা বাইরের কেউ টাকা দিয়ে মনোনয়ন কিনে নেয়, তাহলে তৃণমূল তা মেনে নেবে না।
তবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জরিপভিত্তিক মনোনয়ন প্রক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, তারা শুধু একটি দিক থেকে নয়, বরং দুই-তিনটি ভিন্ন দিক থেকে পেশাদার প্রতিষ্ঠানের মাধ্যমে একাধিক জরিপ পরিচালনা করছেন। তার মতে, এটি একটি সম্মিলিত প্রচেষ্টা এবং কোনো একটি নির্দিষ্ট জরিপের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় না। অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা এই প্রক্রিয়ার সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। নির্বাচন বিশেষজ্ঞ মো. আব্দুল আলিম বলেন, এটি দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চাকে বাধাগ্রস্ত করছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মজিবুর রহমান মন্তব্য করেন যে, জরিপের ফলাফল প্রায়শই ভুল প্রমাণিত হয়, এবং কেন্দ্র থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা দলের জন্য ক্ষতিকর হতে পারে।