ফুটবল নিয়ে নেতিবাচক মন্তব্য আসিফের, ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৯:০৪ রাত


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি তিনি বোর্ডের একটি বৈঠকে উপস্থিত হয়ে ক্রিকেট ও ফুটবল নিয়ে মন্তব্য করেন, যা তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।


ক্রিকেট কনফারেন্সের প্রথম দিনে আসিফ আকবর ক্রিকেটকে ‘আভিজাত্যের খেলা’ বলে অভিহিত করেন এবং দেশের ফুটবলারদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, “ফুটবলারদের কারণে দেশে ক্রিকেট খেলা চালানো যাচ্ছে না। কারণ তারা স্টেডিয়াম দখল করে রেখেছে এবং উইকেট ভেঙে ফেলছে।” এমন মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।



ফুটবলের সাবেক তারকা এবং বাফুফে সদস্য গোলাম গাউস বলেন, “আসিফ তো ক্রীড়াঙ্গনের মানুষই নন, তাই তাঁর মন্তব্যে ফুটবলের কিছু যায় আসে না।”


বাফুফে সদস্য কামরুল হাসান হিলটন নিজের ফেসবুকে লিখেছেন, “একজন প্রকৃত ক্রীড়া সংগঠক খেলাধুলার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে, কিন্তু আসিফ আকবরের মন্তব্য খেলাধুলার অঙ্গনকে বিভাজিত করবে।”


জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “এমন মন্তব্যের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি কাউকে প্রতিপক্ষ বানানো হয়, তাহলে আমরা প্রস্তুত।”


কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, “যার যেখানে থাকা উচিত নয়, সে সেখানেই বসে। ভাষা ঠিক করুন।”


তারকা গোলকিপার বিপ্লব ভট্টাচার্যও আসিফের মন্তব্যের সরাসরি নিন্দা জানিয়েছেন, “আসিফ আকবরকে সারা দেশের ফুটবলারদের কাছে ক্ষমা চাইতে হবে।”


এছাড়া সেই বৈঠকে আসিফ আকবরের বক্তব্যের সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হাস্যোজ্জ্বল অবস্থায় তালি দিয়ে তাঁকে সমর্থন জানিয়েছেন, যা ক্রীড়া মহলে নতুন বিসিবি সভাপতির বিরুদ্ধেও আলোচনার জন্ম দিয়েছে।