গ্রেপ্তারের ভয়ে ফ্রান্সের আকাশসীমা এড়িয়ে গেলেন নেতানিয়াহু

গ্রেপ্তার আতঙ্কে ফ্রান্সের আকাশসীমা এড়ালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ রাত

বেনিয়ামিন নেতানিয়াহু | ছবি: রয়টার্স ফাইল ছবি

গ্রেপ্তার হওয়ার ভয়ে ফ্রান্সের আকাশসীমা এড়িয়ে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্ক যাচ্ছিলেন। তবে তার বহনকারী উড়োজাহাজটি স্বাভাবিক পথ পরিবর্তন করে গ্রিস ও ইতালির ওপর দিয়ে উড়ে গেছে।

কেন এই সতর্কতা?
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আইসিসির সদস্য হওয়ায় ইতালি, ফ্রান্স, গ্রিসসহ ইউরোপীয় ইউনিয়নের সব দেশেরই এই পরোয়ানা কার্যকর করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে।

যদিও এর আগে বেশ কয়েকবার নেতানিয়াহু এসব দেশের আকাশসীমা ব্যবহার করেছেন, তবে এই প্রথম তিনি ফ্রান্সকে পুরোপুরি এড়িয়ে গেলেন। বিশ্লেষকরা মনে করছেন, গাজায় আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বেড়ে যাওয়ায় এবং ফ্রান্সসহ কিছু পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

আগেও ছিল এমন আশঙ্কা
জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর উড়োজাহাজ 'উইং অব জায়ন' স্বাভাবিকের চেয়ে দীর্ঘ পথ বেছে নেওয়ার কারণ ছিল ইউরোপীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার আশঙ্কা। কারণ আইসিসির সদস্য দেশগুলো আইনি পদক্ষেপের মুখে থাকা কোনো ব্যক্তিকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি নাও দিতে পারে।

যুদ্ধাপরাধী হিসেবে গ্রেপ্তার হওয়ার ভয়
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতেও নেতানিয়াহু গ্রেপ্তারের ভয়ে দীর্ঘ পথ ঘুরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সে সময়ও তার বিরুদ্ধে গাজায় বেসামরিকদের ওপর হামলা ও মানবিক সংকট তৈরির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

আইসিসির পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ায় ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, এটি আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি ‘রোম সংবিধি’র লঙ্ঘন।